বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু 

ময়মনসিংহের ভালুকায় ফসলি জমিতে সেচ দেয়ার সময় পানিতে বিদ্যুৎ পরিবাহী হয়ে রানা (৪৫) নামে কৃষকের মৃত্যু হয়েছে। নিহত রানা শেরপুর জেলার শ্রীবর্দী এলাকার সাইদুর রহমানের ছেলে। 

গত রোববার সন্ধ্যায় উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর এলাকার বইরমা বাড়ির পুকুর থেকে ফসলি জমিতে সেচ দেয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। 

ঘটনার পর পুকুরের পানিতে রানার লাশ ভাসতে দেখে স্থানীয়রা বিদ্যুৎপৃষ্টে মৃত্যুর বিষয়টি বুঝতে পেরে নিহতের পরিবারকে বিষয়টি অবগত করলে পরিবারের লোকজন পুকুর থেকে মৃত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। ভালুকা মডেল থানার ওসি মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

টিএইচ